শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দিতে মোটরসাইকেল না পেয়ে ৯ম শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যা ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ইসলামিক কনসার্ট দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সেলিম রেজা সভাপতি, সিরাজুল ইসলাম সম্পাদক মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধণা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার উদ্যোগে কম্বল বিতরণ মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই দুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে রিফাত হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে বৃত্তি প্রদান জনগণ ভোটের অধিকার পায়নি: অধ্যাপক মুজিবুর রহমান

কুমিল্লায় আবাহনীকে হারাল বসুন্ধরা কিংস"

কুমিল্লায় আবাহনীকে হারাল বসুন্ধরা কিংস"
দেলোয়ার হোসেন জাকির: শিরোপা অঙ্কে অনেকটা এগিয়ে যাওয়ার পথে দুর্দান্ত জয় তুলে নিল বসুন্ধরা কিংস। প্রবল প্রতিদ্বন্ধীতা তৈরি করেও কিংসকে আটকাতে পারেনি আবাহনী লিমিটেড। কিংসের জয়ের নায়ক ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। তার জোড়া গোলে ভর করেই কিংস ম্যাচ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। দারুণ এই জয়ে টানা চতুর্থ শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল চ্যাম্পিয়ন কিংস।
১০ ম্যাচে শতভাগ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে প্রথম লেগে শীর্ষেই থাকল বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলা আবাহনীর সংগ্রহ ১৮ পয়েন্ট। কিংস থেকে পিছিয়ে আছে ১২ পয়েন্টে। তাতে আকাশি-নীলদের শিরোপা পুনরুদ্ধার স্বপ্ন নিভে যাওয়ার পথে। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারি ছিল কাণায় কাণায় পূর্ণ। গ্যালারির পুরো এক পাশ ছিল কিংস সমর্থকদের উন্মাদনা। এমন ম্যাচে সমর্থকদের হতাশ করেনি অস্কার ব্রুজোনের দল।

শুরুতে কিংসের সঙ্গে সমান তালে লড়াই চালায় মারিও লেমোসের দল। রোবিনহো-দরিয়েলতনদের তেমন সুযোগ দিচ্ছিল না আবাহনীর রক্ষণ। তবে খুব বেশিক্ষণ রক্ষণ আগলে রাখতে পারেনি তাঁরা। তিন ব্রাজিলিয়ানের রসায়নে ২৬তম মিনিটে গোল পেয়ে যায় বসুন্ধরা কিংস। দরিয়েলতনের গোমেজের পাসে পেয়ে রবসন রোবিনহো ঠেলে দেন বক্সে থাকা মিগেল ফিগেইরাকে। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার কোনো ভুল করেননি। বাম পায়ের মাপা শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি শহিদুল আলম। একটু পরই মেরাজ হোসেনের পাস ধরে পিটার নওরাহর নেওয়া শট আটকান কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

৩৫তম মিনিটে আবারো কিংসকে রক্ষা করেন আনিসুর রহমান। ড্যানিয়েল কলিন্দ্রেসের ফ্রিকিকে এলিটা কিংসলের ব্যাক হেড ঝাঁপিয়ে ফেরান কিংস গোলরক্ষক। কর্নার পায় আবাহনী। এই কর্নার থেকেই ম্যাচে সমতা ফেরায় তারা। কলিন্দেসের কর্নারে দূরের পোস্টে হেডে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার রেজাউল করিম। ৪৩তম মিনিটে দরিয়েলতনের দারুণ প্রচেষ্টা জাল খুঁজে পায়নি। মিগেলের থ্রু পাস পেয়ে অফসাইড ফাঁদ ভেঙে গোলের জন্য শটও নিয়েছিলেন দরিয়েলতন কিন্তু দূরের পোস্ট ঘেঁষে বল চলে যায় বাইরে। দ্বিতীয়ার্ধে ঢিমেতালে চলতে থাকে ম্যাচ।

কোনো দলই তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। ৭৪তম মিনিটে সুযোগ আসে কিংসের সামনে কিন্তু কাজে লাগাতে পারেননি রোবিনহো। রাকিবের ক্রস দরিয়েলতন বুক দিয়ে নামিয়ে বাড়িয়ে দিলে রোবিনহোর ভলি চলে যায় ক্রসবারের উপর দিয়ে। তবে তিন মিনিট বাদে আবারো কিংসকে এগিয়ে নেন মিগেল ফিগেইরা। আবাহনীর অর্ধে সোহেল রানা বল হারালে তা পেয়ে যান দরিয়েলতন। সময় নষ্ট না করে তার বাড়ানো পাসে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় বাম পায়ে ফিনিশিং করেন মিগেল। লিগে এটি তার তৃতীয় গোল। বাকি সময় রক্ষণ আগলে রেখে দারুণ জয় নিয়ে ফেরে বসুন্ধরা কিংস।
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন